যমজ, কিন্তু জন্ম নিল ভিন্ন বছরে
যমজ হলেও দুই ভিন্ন বছরে জন্ম নিয়েছে দুটি শিশু। অনেকের কাছে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে না হলেও ঘটনাটি একেবারেই সত্য। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর, রাত ১১টা ৫৮তে ওয়াশিংটনের ঈয়ালেনি স্যান্তোস তোহালিনো তার প্রথম কন্যা সন্তানের জন্ম দেন। ২০১৪ সালের ১ জানুয়ারি রাত ১২টা ১মিনিটে এই শিশু কন্যার যমজ ভাই ভূমিষ্ট হয়। অন্যদিকে, টরেন্টোতে গত বছরের শেষ মাসের ৩১ তারিখ রাত ১১টা ৫২ তে লিন্ডসে সালাগুইরো জন্ম দেন এক কন্যা সন্তানের। চলতি বছরের প্রথম মাসের প্রথম দিন রাত ১২টা বেজে ৩৮ সেকেন্ডে তার যমজ কন্যার অপর জন্য...
Posted Under : Health News
Viewed#: 45
See details.

